বহুমুখী প্রকল্পের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সেবা পাচ্ছেন : ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত

249

ঢাকা, ২৪ মে, ২০১৯ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি বলেছেন, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বহুমুখী প্রকল্প ‘ঢাকা ক্রেডিট সমিতি’ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সেবা পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, তারা আন্তরিকতার সাথে এধরনের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখবে।
শুক্রবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা ক্রেডিট সমিতির বান্দুরা বহুমুখী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোলাশীকান্দা জোনাস রোজারিও ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর্চবিশপ জর্জ কোচেরি আরও বলেন, ২০১৭ সালে পোপ বাংলাদেশ সফর কালে সমিতির প্রেসিডেন্ট মার্কুজ গমেজের সাথে দেখা হয়েছে। সে সময় পোপ এই সমিতির বিষয়ে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন।
দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট মার্কুজ গমেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিউবার্ট গমেজ, কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. আব্দুল খালেক খান, দি মেট্রোপলিটন কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়াম্যান অগাস্টিন পিউরিফিকেশন প্রমুখ উপস্থিত ছিলেন।