বাসস দেশ-৫ : তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে বেঁচে যাওয়া আরও তিন বাংলাদেশী দেশে ফিরেছেন

168

বাসস দেশ-৫
নৌকাডুবি-প্রত্যাবর্তন
তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে বেঁচে যাওয়া আরও তিন বাংলাদেশী দেশে ফিরেছেন
ঢাকা, ২৪ মে, ২০১৯ (বাসস) : লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি’র ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশীর মধ্যে আরও ৩জন আজ শুক্রবার দেশে ফিরেছেন।
তারা হচ্ছেন- সিলেটের মাহফুজ আহাম্মেদ, বিল্লাল আহাম্মেদ ও কিশোরগঞ্জের বাহাদুর। লিবিয়ায় জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশির মধ্যে ৪জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আস সাদিক বাসসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের (টিকে-৭১২) একটি ফ্লাইট যোগে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক,এপিবিএন ও পুলিশ সুত্রে জানা গেছে, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশী নাগরিক গত ২১ মে ২০১৯ দেশে ফেরেন। এ নিয়ে চলতি মাসে এখনও পর্যন্ত দু’দফায় মোট ১৮জন বাংলাদেশী দেশে ফিরেছেন। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদেরকে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৬৫৬/কেজিএ