ভারত শাসিত কাশ্মীরে এক শীর্ষ জঙ্গি নিহত

244

শ্রীনগর,ভারত, ২৪ মে, ২০১৯ (বাসস) : ভারত শাসিত কাশ্মীরে সরকারি বাহিনী আল কায়দার সঙ্গে যুক্ত এক শীর্ষ জঙ্গিকে হত্যা করেছে।কর্মকর্তারা বলেছেন,এটি জঙ্গিদের জন্য একটি বিরাট আঘাত।
খবরে বলা হয়,জাকির মুসার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে রাজ্যের প্রধান নগরী শ্রীনগরসহ অনেক এলাকায় শত শত বিক্ষোভকারী সরকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।
বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ কাশ্মীর উপত্যকায় ইন্টারনেট সেবা বন্ধ এবং কারফিউ জারি করেছে।
শীর্ষ এক পুলিশ কর্মকর্তা বলেন,বৃহস্পতিবার সন্ধ্যায় সৈন্য এবং পুলিশ সদস্যরা দক্ষিণাঞ্চলীয় শহর ত্রালে মুসার (২৫) গোপন আস্তানা ঘেরাও করে তাকে আত্মসমর্পনের নির্দেশ দিলে মুসা তাদের দিকে গ্রেনেড ছুঁড়ে মারে । সেনা ও পুলিশ এর জবাবে পাল্টা গুলি চালালে মুসার মৃত্যু হয়।