গাজীপুরের উন্নয়নে গণমাধ্যম কর্মিরা বিশেষ ভূমিকা পালন করতে পারে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

633

ঢাকা, ২৩ মে, ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, যে কোন এলাকার উন্নয়নে গণমাধ্যম কর্মিরা বিশেষ ভূমিকা পালন করতে পারে। ঘনবসতিপুর্ণ ও অবহেলিত গাজীপুরের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
আজ বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এক ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
ফোরামের সভাপতি জিএম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুরের বিভিন্ন সমস্যা তুলে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হক. বিআরটিএ’র সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রাহমান খান, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান ও সাংবাদিক মোহাম্মদ আল মামুন।
মোজাম্মেল হক বলেন, গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এখানকার উন্নয়নে সরকার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন চূড়ান্ত করেছে। যার মাধ্যমে অবহেলিত গাজীপুরের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে।
জাহিদ আহসান রাসেল বলেন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হলে অবহেলিত গাজীপুরের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ব্যাপারে গণমাধ্যমকর্মিরা এলাকার সমস্যাগুলি তুলে ধরে বিশেষ ভূমিকা পালন করতে পারে। তিনি গাজীপুরের উন্নয়নে সবাইকে আরো বেশি সজাগ ও সচেতন হতে সবার প্রতি আহবান জানান।
গাজীপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সমস্যার উপর একটি স্মারকলিপি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে প্রদান করা হয়।