ভারতের নতুন সরকারকে অভিনন্দন জানানোর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ : মোমেন

325

ঢাকা, ২৩ মে, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ঢাকা ভারতের সবগুলো বড় রাজনৈতিক দলের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখে। এ কারণেই বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটির নতুন সরকারকে অভিনন্দন জানানোর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
ভারতের নির্বাচন শেষে ভোট গণনা চলার প্রেক্ষিতে তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘ভারতের সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক থাকার প্রেক্ষাপটে যারাই (ভারতে) ক্ষমতায় আসুক, আমরা তাদেরই অভিনন্দন জানাবো।’
মোমেন বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম বিদেশী নেতা যিনি গত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পুনঃনির্বাচিত হওয়ার পর পরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন।
তিনি বলেন, ‘সুতরাং যদি তিনি (মোদি) আসেন (ক্ষমতায়), অনুরূপভাবে আমরা তাকে অভিনন্দন জানাবো।’
মন্ত্রী বলেন, ‘মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ঢাকার সম্পর্ক চমৎকার এবং মোদির সরকার পুনরায় ক্ষমতায় এলে আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা আশা করছি।’
মোমেন বলেন, ঢাকা তার উন্নয়নের ধারা বজায় রাখতে নিজের স্বার্থেই একটি শক্তিশালী স্থিতিশীল ভারত সরকার চায়।
তিনি বলেন, ‘আমরা (বাংলাদেশ) উন্নয়নের সুনির্দিষ্ট পথে রয়েছি এবং এ অবস্থায় আমরা দক্ষিণ এশিয়ার এই নিকট প্রতিবেশী দেশটিতে স্থিতিশীল সরকার চাই।’
অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে মন্তব্য করতে বলা হলে মোমেন বলেন, ‘বন্ধুত্বের সুবাদে আমরা সবকিছু অর্জন করতে সক্ষম হবো, সবকিছুই বাস্তবায়ন হবে।’
নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে মোদি বিশাল বিজয়ের ইঙ্গিত দিচ্ছে, তার দল সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছে।