কাঁধের চিকিৎসার জন্য আর্জেন্টিনা ফিরেছেন ম্যারাডোনা

161

বুয়েন্স আয়ার্স, ২৩ মে ২০১৯ (বাসস/এএফপি) : কাঁধের ইনজুরির চিকিৎসা নিতে দেশে ফিরেছেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। এ কারণে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারলেননা তিনি। সেখানে ম্যারাডোনার জীবনি নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
৫৮ বছর বয়সি এই কিংবদন্তী বর্তমানে মেক্সিকান ক্লাব ডোরাডোস দ্য সিনালোয়ার কোচের দায়িত্ব পালন করছেন। সামাজিক মাধ্যমে মঙ্গলবার তিনি লিখেছেন ‘আমি বুয়েন্স আয়ার্সে নিজ গৃহের পথে রয়েছি।’
আজেন্টাইন আইকনকে নিয়ে নির্মাণ করা সিনেমার ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া রোববার বলেছিলেন যে ম্যারাডোনার অস্ত্রোপাচার প্রয়োজন। স্থানীয় গণমাধ্যম জানায়, মেক্সিকো ফেরার আগে অন্তত ১০দিন আর্জেন্টিনায় অবস্থান করবেন ম্যারাডোনা। মেক্সিকোয় তার ক্লাবটি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য অপেক্ষা করছে।
বার্সেলোনা ও নাপোলির সাবেক ফুটবল তারকা ম্যারাডোনা এর আগে ২০১৭ সালের মার্চে দুবাইয়ে বাঁ কাধে অস্ত্রোপচার করিয়েছিলেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব ফুজাইরাহ এসসির কোচের দায়িত্বে ছিলেন তিনি।