বাসস দেশ-১০ : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অধ্যাপক অমিয় কে চৌধুরীর মৃত্যুতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শোক

410

বাসস দেশ-১০
অমিয় কে চৌধুরী মৃত্যু-শোক
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অধ্যাপক অমিয় কে চৌধুরীর মৃত্যুতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শোক
ঢাকা,১৩ জুন, ২০১৮ (বাসস) : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধু, পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক ডঃ অমিয় কে চৌধুরীর (অমিয় কুমার চৌধুরী) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক অমীয় কে চৌধুরী তার সহকর্মী ও বন্ধুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অর্থ সংগ্রহ করে আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন। তাঁর এই অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালের মার্চে ৬৯ বিদেশি বন্ধুর সঙ্গে অধ্যাপক ডঃ অমিয় কে চৌধুরীকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করা হয়।
শোক বার্তায় তিনি আরও বলেন, তাঁর এই মৃত্যুতে বাংলাদেশ এক অকৃত্রিম বন্ধুকে হারাল। মহান মুক্তিযুদ্ধে প্রয়াত ডঃ চৌধুরীর অবদান বাংলাদেশের জনগণ চিরকাল মনে রাখবে।
মন্ত্রী এই গুণী শিক্ষাবিদ ও কলামিস্টের প্রয়ানে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ৬টা ৪০মিনিটে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক ডঃ অমিয় কে চৌধুরী।
তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বাসস/সবি/এমএমবি/১৮২০/-আসচৌ