বাসস প্রধানমন্ত্রী-১ : সঙ্গীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

306

বাসস প্রধানমন্ত্রী-১
প্রধানমন্ত্রী-খালিদ-শোক
সঙ্গীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ২৩ মে, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরুল সঙ্গীত গবেষক ও কণ্ঠশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় দেশের সঙ্গীতাঙ্গন বিশেষত নজরুল সঙ্গীতে খালিদ হোসেনের অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হল।’
শেখ হাসিনা শিল্পীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একুশে পদক বিজয়ী খালিদ হোসেন গত রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে মারা যান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কণ্ঠশিল্পী খালিদ হোসেনের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছিলেন।
বাসস/এসএইচ/কেএআর/১১২৫/শআ