বাসস ক্রীড়া-১৬ : বল হাতেও জ্বলে উঠতে প্রস্তুত অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল

181

বাসস ক্রীড়া-১৬
ম্যাক্সওয়েল-বল
বল হাতেও জ্বলে উঠতে প্রস্তুত অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল
সাউদাম্পটন (যুক্তরাজ্য), ২২ মে, ২০১৯ (বাসস) : হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবেই পরিচিত অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তবে আসন্ন বিশ্বকাপে নিজের অফ স্পিন দিয়ে দলের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে চান তিনি।
স্টিভ স্মিথের অধীনে প্রতি ম্যাচে গড়ে মাত্র ২.৪ ওভার করলেও বর্তমান অধিনায়ক এ্যারন ফিঞ্চের আমলে গড়ে প্রতি ম্যাচে ৫ ওভারের বেশি বোলিং করছেন ম্যাক্সওয়েল।
অবশ্য দলের সর্বশেষ ভারত সফর এবং এরপর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১০ ওভারের কোটা পূরণ করেছেন তিনি।
বোলার হিসেবে দলে তার ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ভিক্টোরিয়ার এ অলরাউন্ডার সাংবাদিকদের বলেন, ‘সম্ভবত এটাই আমার ভুমিকা বলে দেবে।’
ম্যাক্সওয়েল আরো বলেন, ‘দুবাই এবং ভারত সফরে যা করেছি সেটাই করার চেষ্টা করবো। আমি আস্তে আস্তে বেশি ওভার বোলিং করার সুযোগ পাচ্ছি এবং সেটা ধারাবাহিকভাবে। বোলিং ক্রিজে অনেক বেশি সময় পাওয়া ল্যাঙ্কাশায়ারে আমি এটা অব্যাহত রাখতে চাই। বেশি সুযোগ পেলে আমি যেমন ছন্দ ফিরে পাব তেমনি ধারাবাহিকতাও। একজন খন্ডকালীন বোলারের জন্য এটা দরকার।’
মূলত উপমহাদেশের ভারত ও পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে বেশ ধারাবাহিক ছিলেন ম্যাক্সওয়েল। একজন পার্ট টাইম স্পিনার হিসেবে এখানে ইকোনোমি রেটে তিনি ছিলেন তৃতীয় সেরা বোলার।
একজন বোলার হিসেবে নিজের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘বোলিংয়ের ক্ষেত্রে বেশির ভাগ সময়ই আমি বাউন্ডারি না দেয়া চেস্টা করি। ব্যাটসম্যানরা আমার বল ভাল খেলতে পারলেও আমি খুব চিন্তা করি না। তবে আমি সব সময়ই বাউন্ডারি আটকাতে এবং ডট বল দিতে সর্বোচ্চ চেস্টা করি। এমনটা হলে অন্য প্রান্তে কিছুটা চাপ সৃষ্টি করা যায়।’
ম্যাক্সওয়েল আরো বলেন, ‘আমি মনে করি কোন একজনের সঙ্গে জুটিবদ্ধভাবে বোলিং করাটা আমার জন্য গুরুত্বপুর্ন।’
অস্ট্রেলিয়া টেস্ট দলে জায়গা পাওয়ার লক্ষ্যে পুরো ইংলিশ মৌসুম খেলতে এবারের আইপিএল থেকে বিরত ছিলেন ম্যাক্সওয়েল।
তিনি বলেন, ‘আইপিএল মিস করাটা একটা বড় সিদ্ধান্ত। তবে এটাতে অংশ না নিয়ে ভবিষ্যতে আমি দুইবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য হতে চাই। সব কিছু ঠিক থাকলে এবং আমি এবার পারফর্ম করতে পারলে আপনি জানেন ভবিষ্যতে আরো অনেক ক্রিকেট খেলা যাবে।’
বাসস/স্বব/১৮০৫/মোজা/নীহা