বাসস ক্রীড়া-১১ : লা লিগায় ফিরলো ওসাসুনা

145

বাসস ক্রীড়া-১১
ফুটবল-লা লিগা
লা লিগায় ফিরলো ওসাসুনা
মাদ্রিদ, ২২ মে ২০১৯ (বাসস) : গ্রানাডার কাছে ঘরের মাঠে আলবাকেটস এর পরাজয়ে কপাল খুলেছে ওসাসুনার। আগের দিন কাডিজের সাথে দ্বিতীয় বিভাগের গুরুত্বপূর্ণ ম্যাচে গোল শূন্য ড্র করার পর লা লিগায় ফেরার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল জাগোবা আরাসেটের দল।
ওসাসুনাকে সেই সুযোগ গ্রানাডা করে দিয়েছে। আলবাকেটসেকে তারা ১-০ গোলে পরাজিত করায় দ্বিতীয় শীর্ষ দল হিসেবে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছে ওসাসুনা।
ওসাসুনার অধিনায়ক রবার্তো তোরেস বলেছেন, ‘আমরা খুব খুশী। আমি মনে করি নিজেদের যোগ্যতা দিয়েই আমরা এ পর্যন্ত এসেছি। পুরো মৌসুমটা দারুণ কেটেছে। এটাই আমার জীবনের অন্যতম সেরা একটি মুহূর্ত। গ্রানাডা ও আলবাকেটের ম্যাচটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী ছিলাম।’
তৃতীয় স্থানে থাকা আলবাকেটের থেকে ১০ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছে গ্রানাডা। হাতে রয়েছে আর তিনটি ম্যাচ।
২০১৬-১৭ মৌসুমে ১৯তম স্থানে থেকে লা লিগা থেকে রেলিগেটেড হয়েছিল ওসাসুনা। গত মৌসুমে দ্বিতীয় টায়ারে তারা অষ্টম স্থান অর্জন করেছিল।
বাসস/নীহা/১৬৪০/মোজা/স্বব