বাসস ক্রীড়া-১০ : বাটলারকে ‘ডেঞ্জারম্যান’ দেখছেন পন্টিং

134

বাসস ক্রীড়া-১০
পন্টিং-বাটলার
বাটলারকে ‘ডেঞ্জারম্যান’ দেখছেন পন্টিং
মেলবোর্ন, ২২ মে, ২০১৯ (বাসস) : বিশ্বকাপের ইংল্যান্ড ১৫ সদস্যের দলে বেশ কয়েকজন ম্যাচ জয়ী খেলোয়াড় আছে। তবে আগামী ৩০মে শুরু হতে যাওয়া এ মেগা ইভেন্টে জস বাটলারকে স্বাগতিক দলের ‘ডেঞ্জারম্যান’ হিসেবে বিবেচনা করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেট রিকি পন্টিং।
ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইটকে পন্টিং বলেন, ‘ইংল্যান্ড দলের জন্য ডেঞ্জারম্যান জস বাটলার। গত ২/৩ বছরে আমি তার উত্থান দেখেছি। তিন/চার মৌসুম আগে আমার তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কোচিং করানোর সুযোগ হয়েছিল। সে সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তার জানান দিচ্ছিলেন কেবলমাত্র।’
‘টি-২০, ওয়ানডে অথবা টেস্ট যে কোন ভার্সনেই হোক না কেন গত এক দেড় বছরে ইংল্যান্ডের হয়ে তিনি যা করছেন তা সত্যিই অসাধারণ। আমার দৃষ্টিতে ইংল্যান্ড দলের জন্য ডেঞ্জারম্যান জস বটালার।’
পন্টিং আরো বলেন, ‘তিনি উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন না-ও করতে পারে। তবে মিডল অর্ডারে তার ব্যাটিং বিশ্বসেরা। ৩৬০ ডিগ্রিতে তিনি মাঠের সব দিকে শট খেলতে পারেন। অবিশ্বাস্য জোড়ে বল মারার পাশাপাশি তিনি লম্বা শট খেলেন।’
বাটলার ছাড়াও ইংল্যান্ড দলে অধিনায়ক ইয়োইন মরগান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস এবং এখন জোফরা আর্চারের ন্যায় বেশ কয়েকজন ম্যাচ উইনার রয়েছেন।
বিশ্বকাপ জয়ে দুই বার অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেয়া পন্টিং বলেন, ইংল্যান্ড দলের ব্যাটিং গভীরতাই আসন্ন বিশ্বকাপে স্বাগতিকদের একটা শক্তিতে পরিনত করেছে।
তিনি আরো বলেন, ‘আমি মনে করি ওয়ানডে ক্রিকেটে এই মুহূর্তে ইংল্যান্ডের বড় শক্তি ব্যাটিং। যে কারণে অন্য যে কোন দলের চেয়ে সম্ভবত তাদের টপ অর্ডার অনেক বেশি স্বাধীনভাবে ব্যাটিং করতে পারে।
‘টপ অর্ডার ভাল করায় বাটলার কিংবা স্টোকস কিংবা মঈন আলীর মত খেলোয়াড়রা ৭, ৮, ৯ নম্বরে ব্যাটিং করতে নামে। তারা সত্যিকারার্থেই আত্মবিশ্বাসী একটি দল। তাদের দলে যথেষ্ঠ গভীরতা আছে এবং অবশ্যই তারা তাদের নিজম্ব কন্ডিশনে খেলবে।’
বাসস/স্বব/১৬৩৫/মোজা/নীহা