নতুন বাস ও ট্রাক বিআরটিসি’র বহরে যুক্ত হলে গণপরিবহনে সক্ষমতা বাড়বে : সেতুমন্ত্রী

171

ঢাকা, ২২ মে ২০১৯ (বাসস) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় ক্রয়কৃত ছয়শত বাস এবং পাঁচশত ট্রাক বিআরটিসি’র বহরে যুক্ত হলে ঢাকা মহানগরী ও আন্তঃজেলা সার্ভিসে গণপরিবহনে সক্ষমতা বাড়বে।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে চারশত আশিটি ট্রাক এবং একশত ঊনআশিটি বাস বিআরটিসি’র বহরে যুক্ত হয়েছে।
কাদের বলেন, প্রাথমিক পর্যায়ে ১৫টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এ যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটটি পরিচালিত হবে বিআরটিসি’র নারায়ণগঞ্জ বাস ডিপোর মাধ্যমে। রুটটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-মেয়র হানিফ ফ্লাইওভার-সাইনবোর্ড-চাষাড়া-মন্ডলপাড়া।
এ রুটের দূরত্ব ১৮ কিমি. (এক পথে) এবং জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা-চাষাড়া ৫০ টাকা এবং ঢাকা-মন্ডলপাড়া ৫৫ টাকা।
উদ্বোধন কালে বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।
সাক্ষাতশেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জানান, ভারতে নতুন সরকার আসছে। ভারতের জনগণ যাকেই নির্বাচিত করুক বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে। বাংলাদেশ ভারতের সরকার ও জনগণের সাথে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী।