বাসস ক্রীড়া-৭ : বিশ্বকাপ দেখার জন্য আর্জেন্টিনায় জেলে অনশন ধর্মঘট

241

বাসস ক্রীড়া-৭
আর্জেন্টিনা- অনশন
বিশ্বকাপ দেখার জন্য আর্জেন্টিনায় জেলে অনশন ধর্মঘট
বুয়েন্সে আয়ার্স, ১৩ জুন, ২০১৮ (বাসস/এএফপি) : আগামীকাল রাশিয়ায় শুরু হওয়া ফিফা বিশ্বকাপ দেখার লক্ষ্যে ফুটবল পাগল আর্জেন্টিনার একটি কারাগারে টেরিভিশন ক্যাবল সিস্টেম সংস্কারের দাবীতে অনশন শুরু করেছে বন্দীরা।
বুয়েন্স আয়ার্সের আট শত মাইল দক্ষিণে পুয়ের্তো ম্যাড্রিন কারাগারের নয় করাবন্দীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাবল টেলিভিশন তাদের স্বাধীনতা বঞ্চিত প্রত্যেকের জন্য একটি অপরিহার্য অধিকার।’
কারাবন্দীরা লিখেছেন, ‘গত তিন দিন যাবত এটা কাজ করছে না এবং এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা কেউ কোন প্রকার খাদ্য গ্রহণ করব না।’
নয় জন বন্দী তাদের অধিকার দাবী করে একটি আইনগত মামলাও করেছেন। কারাগার এলাকায় থাকা ক্যবল সিস্টেমটি সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ার পর তা সংস্কার করা হয়নি।
আগামী শনিবার মস্কোতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
আগামীকাল স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২১তম ফিফা বিশ্বকাপ।
বাসস/এএফপি/স্বব/১৭৫০/মোজা/এমএইচসি