বাসস ক্রীড়া-৭ : চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে ফিটনেস ফিরে পেলেন ফিরমিনো

210

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ফিরমিনো
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে ফিটনেস ফিরে পেলেন ফিরমিনো
লন্ডন, ২২ মে ২০১৯ (বাসস) : টটেনহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ফিটনেস ফিরে পেয়েছেন লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। অনুশীলনে ব্রাজিলিয়ান এ তারকা নিজেকে ফিট প্রমাণ করেছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
উরুর ইনজুরির কারনে লিভারপুলের হয়ে শেষ তিনটি প্রিমিয়ার লিগের ম্যাচে অনপুস্থিত ছিলেন ফিরমিনো। তবে মঙ্গলবার স্পেনে অনুষ্ঠিত প্রাক-ফাইনাল ট্রেনিং ক্যাম্পের প্রথম সেশনে তিনি দলের সাথে যোগ দেন। আগামী ১ জুন মাদ্রিদের ফাইনালে টটেনহ্যামকে মোকাবেলা করবে রেডসরা। অনুশীলনে ফিরমিনো ব্যক্তিগত কিছু স্ট্রেন্থ ও রিহ্যাবিলিটেশন সেশন করেছেন।
মাত্র এক পয়েন্টের জন্য ম্যানচেস্টার সিটির কাছে প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হবার পর কিছুদিন বিশ্রামে ছিলেন জার্গেন ক্লপের শিষ্যরা। ফাইনালকে সামনে রেখে ৬ দিনের অনুশীলন সেশনের জন্য ২৬ সদস্যের রেডস দল এখন স্পেনের দক্ষিনাঞ্চলীয় বন্দর নগরী মারবেলায় রয়েছে। ষষ্ঠ ইউরোপীয়ান কাপ শিরোপা জয়ের চূড়ান্ত প্রস্তুতির জন্য এরপর তারা ইংল্যান্ডে ফিরে যাবে।
এক বিবৃতিতে লিভারপুলের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘সতীর্থদের সাথে আজ ফিরমিনো অনুশীলন করেছেন। গত তিন ম্যাচে সে যে কারণে বিশ্রামে ছিলেন তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। পুরোপুরি ফিটনেস ফিরে পাবার তাগিদে সে অনুশীলনে যোগ দিয়েছে। এ ব্যপারে ক্লাবের মেডিকেল স্টাফ ফিরমিনোকে সহযোগিতা করছে।’
ফিরমিনো ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন গিনির মিডফিল্ডার নেবি কেইটা। কুঁচকির গুরুতর ইনজুরির কারণে প্রায় তিন সপ্তাহ যাবত কেইটা মাঠের বাইরে ছিলেন।
বাসস/নীহা/১৪৫৫/মোজা/স্বব