বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় পাকিস্তানী জুনাইদের প্রতিবাদ

276

ঢাকা, ২১ মে, ২০১৯ (বাসস) : মোহাম্মদ আমিরকে পিছনে ফেলে বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছিলেন পেসার জুনাইদ খান এবং টুর্নামেন্টের জন্য ২৯ বছর বয়সী এ ফাস্ট বোলার দলের সঙ্গে ইংল্যান্ড যাবেন বলে ধারনা করা হচ্ছিল। কিন্তু নির্বাচকরা আবিদ আলী ও জুনাইদ খানের পরিবর্তে চূড়ান্ত দলে যথাক্রমে আসিফ আলী ও আমিরকে বেছে নিয়েছেন।
দল থেকে বাদ পড়ে টুইটারের মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন জুনাইদ। টুইটারে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে টেপ দিয়ে নিজের মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমি কিছু বলতে চাই না। সত্যি তেতো হয়।’
গত মাসে ঘোষিত পাকিস্তানের প্রাথমিক দলে আমির কিংবা আসিফ কারো নামই ছিল না। তবে গত রোববার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাম ছিল এখনো জল বসন্ত থেকে পুরোপুরি সেরে না ওঠা আমিরের।
ইংল্যান্ড সিরিজে নাম না থাকলেও বিশ্বকাপ দলে ওয়াহাব রিয়াজকে দলে রেখেছেন নির্বাচকরা।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের হয়ে নিজের সর্বশেষ ওয়ানডে খেলা রিয়াজ আগামী মাসে ৩৪ বছরে পা রাখবেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছেম আমির জল বসন্ত থেকে সেরে উঠেছেন এবং চলতি সপ্তাহে আফগানিস্তানও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রিয়াজকে পাওয়া যাবে।