বাসস দেশ-২২ : নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ

178

বাসস দেশ-২২
কমিটি- মহিলা ও শিশু
নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ
ঢাকা, ২১ মে, ২০১৯ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কমিটির সভাপতি বেগম মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ ব্যপারে সামাজিকভাবে জনসচেতনতা বৃদ্ধির ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয় হয়।
কমিটির সদস্য মো. শাহজাহান মিয়া, এ. এম. নাইমুর রহমান, ফজিলাতুন নেছা, শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং রাশিদা বেগম উক্ত সভায় অংশগ্রহণ করেন।
সভায় নারী ও শিশু নির্যাতন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন রোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমষ্টিগতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭৩২/কেজিএ