বাসস দেশ-৭ : ড. চিন্ময় হাওলাদারের আন্তর্জাতিক সম্মাননা অর্জন

223

বাসস দেশ-৭
চিন্ময়-সম্মাননা
ড. চিন্ময় হাওলাদারের আন্তর্জাতিক সম্মাননা অর্জন
ঢাকা, ২১ মে, ২০১৯ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চিন্ময় হাওলাদার আন্তর্জাতিক সম্মাননা ‘সাহিত্য সম্মান-২০১৮’ অর্জন করেছেন।
উত্তরবঙ্গে অবস্থিত মালদহ সাহিত্য পরিষদ ড. চিন্ময় হাওলাদারকে তাঁর কাব্যগ্রন্থ ‘ভালবাসার কাছে’ এবং মননশীল প্রবন্ধ রচনার জন্য আন্তর্জাতিক এ সম্মাননা প্রদান করে।
ভারতের মালদহ সাহিত্য পরিষদ আয়োজিত ঐতিহাসিক ও প্রাবন্ধিক সুধীর কুমার চক্রবর্তীর নামে এই ‘সাহিত্য সম্মান’ প্রবর্তন করা হয়।
গত ৪ মে মালদহ সাহিত্য পরিষদের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ড. চিন্ময় হাওলাদারকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাহিত্য পরিষদের সভাপতি সুবোধ সরকার, সম্পাদিকা মিনতি দত্ত মিশ্র, উত্তরবঙ্গ সংবাদ পত্রিকার প্রধান বার্তা সম্পাদক শুভদীপ ব্যানার্জীসহ কবি, সাহিত্যিক, শিল্পী, গুণীজন এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড. চিন্ময় হাওলাদার দীর্ঘদিন ধরে কবিতা, প্রবন্ধ, উপন্যাস লেখার পাশাপাশি নানা ধরণের সামাজিক, সাংস্কৃতিক কর্মকা-ে যুক্ত রয়েছেন।
বাসস/সবি/এমএসএইচ/১৫৩০/আরজি