বাসস ক্রীড়া-৩ : বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মেক্সিকান ডিফেন্ডার রেয়েস

196

বাসস ক্রীড়া-৩
ফুটবল-বিশ্বকাপ
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মেক্সিকান ডিফেন্ডার রেয়েস
মস্কো, ১৩ জুন ২০১৮ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মেক্সিকান ডিফেন্ডার দিয়েগো রেয়েস।
চলতি মাসের স্কটল্যান্ড ও ডেনমার্কের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচেই পোর্তোর এই সেন্টার ব্যাক বিশ্রামে ছিলেন। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন জাতীয় দলের কোচ হুয়ান কার্লোস ওসোরিও। কিন্তু মেক্সিকান ফুটবল ফেডারেশনের এক বিবৃবিতে রেয়েসের বিশ্বকাপে না খেলার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তার সেড়ে ওঠা সন্তোষজনক না হওয়ায় রাশিয়ায় খেলা সম্ভব হচ্ছে না।
তার স্থানে দলে ডাকা হয়েছে ২২ বছর বয়সী পাচোয়ার মিডফিল্ডার এরিক গুটিয়েরেজকে।
রেয়েস তার ফিটনেস নিয়ে পুরো ২০১৭-১৮ মৌসুম সমস্যায় ছিলেন। কিন্তু তারপরেও ওসোরিও প্রথম পছন্দের দলের মূল ভরসা ছিলেন রেয়েস। এর আগেই দল থেকে বাদ পড়েছিলেন ডিফেন্ডার নেস্টার আরাওজো। হাঁটুর ইনজুরির কারণে তিনি মূল দলে সুযোগই পাননি।
আগামী রোববার মস্কোতে জার্মানীর বিপক্ষে ম্যাচ দিয়ে মেক্সিকো তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
বাসস/নীহা/১৬১৫/মোজা/এএমটি