বাসস দেশ-৮ : সংসদ গ্রন্থাগারের কার্যক্রম আরো আকর্ষণীয় করার পরামর্শ

157

বাসস দেশ-৮
কমিটি- লাইব্রেরি
সংসদ গ্রন্থাগারের কার্যক্রম আরো আকর্ষণীয় করার পরামর্শ
ঢাকা, ২০ মে ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের গ্রন্থাগার কমিটির প্রথম সভায় গ্রন্থাগারে সংসদ সদস্যদের উপস্থিতি বাড়াতে এর কার্যক্রমকে আরো আকর্ষণীয় করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য আব্দুল মান্নান, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, তানভীর ইমাম, মো.শফিকুর রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায় সংসদীয় কমিটির ভারতের লোকসভা পরিদর্শনের পর জাতীয় সংসদের গ্রন্থাগারে গৃহীত কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত করে সেটি পরবর্তী বৈঠকে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়।
বর্তমানে গ্রন্থাগার হতে প্রকাশিত বুলেটিনের গুণগত মান আরো বাড়ানোর সুপারিশ করা হয়। সংসদ বুলেটিনের দুটি করে কপি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগার, গণগ্রন্থাগার, প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সরবরাহ করার পরামর্শ দেয়া হয়।
সভায় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭০৫/এসই