মিশরে পুলিশের অভিযানে সন্দেহভাজন ১২ জিহাদি নিহত

331

কায়রো, ২০ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : মিশরের রাজধানী কায়রোর কাছে পুলিশের অভিযানে সোমবার সন্দেহভাজন ১২ জিহাদি নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
গিজা পিরামিডের কাছে বোমা বিস্ফোরণে পর্যটকসহ ১৭ জন আহত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিক্সথ অব অক্টোবর এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই অভিযান চালায়। এ সময় জিহাদিরা নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে সাত জন নিহত হয়। ভবনটিতে বিস্ফোরক তৈরি করা হত।
সংগঠনটির সাথে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এ ধরনের আরেকটি অভিযানে কায়রোর আল-শোরোউক এলাকায় জঙ্গি গোষ্ঠী হাসম এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। গোষ্ঠীটি মুসলিম ব্রাদারডুহের সশস্ত্র শাখা।
মন্ত্রণালয় জানায়, এই অভিযানে উভয়পক্ষের সংঘর্ষে ৫ সন্দেহভাজন জিহাদি নিহত হয়েছে।
দুটি অ্যাপার্টমেন্ট থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।