বাসস ক্রীড়া-৩ : বিশ্বকাপ শেষে আফগানিস্তান দলের কোচের পদ ছেড়ে দিচ্ছেন সিমন্স

211

বাসস ক্রীড়া-৩
সিমন্স-কোচ
বিশ্বকাপ শেষে আফগানিস্তান দলের কোচের পদ ছেড়ে দিচ্ছেন সিমন্স
ঢাকা, ২০ মে, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষে আফগানিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছেড়ে দেবেন ফিল সিমন্স। ২০১৭ সালের ডিসেম্বরে আফগান দলের দায়িত্ব নেয়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ ওপেনার বলেন দলকে বিশ্বকাপে কোয়ালিফাই করার লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়েছিল। যেহেতু লক্ষ্য অর্জিত হয়ছে তাই সরে দাঁড়ানোর জন্য এটাই তার সঠিক সময়।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) নিজের সিদ্ধান্ত সিমন্স ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন। বোর্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ বিশ্বকাপ শেষেই শেষ হয়ে যাবে। তবে গত মার্চে বিশ্বকাপ বাছাই পর্বসহ তার সময়ে দল ভাল করায় বোর্ড চুক্তির মেয়াদ বাড়াতে চাইতে পারে।
ইএসপিএনক্রিকইনফোকে সিমন্স বলেন, ‘এ বিষয়ে আমি চিন্তা করেছি এবং চুক্তির মেয়াদ বাড়াবোনা বলে এসিবিকে জানিয়ে দিয়েছি। ১৫ জুলাই মেয়াদ শেষ হওয়ার পর আমি ভিন্ন কিছু করতে চাই।’
‘আমি দেড় বছরের চুক্তি করেছিলাম এবং এ সময়ে অনেক কিছুই করেছি বলে আমি মনে করছি। এখন আমার অন্য কিছু নিয়ে এগিয়ে যাওয়ার সময়। আমাকে নিয়োগ দেয়ার সময় এসিবির লক্ষ্য ছিল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা। সব সময়ই আমার লক্ষ্য-যোগদানের সময় যে অবস্থায় ছিলাম বিদায় বেলায় তার চেয়ে ভল অবস্থায় রেখে যাওয়া।’
মূলত এসিবি’র হঠাৎ করেই অধিনায়ক পরিবর্তনের বিষয়টি ভালভাবে নিতে পারেননি সিমন্স। বিশ্বকাপের আগ মুহূর্তে বিতর্কিতভাবে আসগর আফগানকে সরিয়ে গুলবাদিন নাইবকে ওয়ানডে, রহমত শাহকে টেস্ট ও রশিদ খানকে টি-২০অধিনায়ক নির্বাচন করে এসিবি। এরপরই দলের দুই তারকা খেলোয়াড় মোহাম্মদ নবী এবং রশিদ কঠিনভাবে এসিবির সমালোচনা করে।
সিমন্স জানান এসিবি কিংবা জাতীয় দল নির্বাচক কমিটি এ বিষয়ে তার সঙ্গে কোন আলোচনা করেনি কিংবা তাকে কিছু জানায়নি। যা তার আত্মসম্মানে লেগেছে।
তিনি বলেন, ‘না, এ বিষয়ে আমি কিছু জানতাম না। কোন কারণ আমাকে দেখানো হয়নি। এটা এসিবি এবং নির্বাচকদের সিদ্ধান্ত। আমি কিভাবে এটা মেনে নিই? আমি এটা পরিবর্তন করতে পারি না।’
বাসস/স্বব/১২০৫/মোজা/এএমটি