বাসস দেশ-৩৫ : ৭২তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ আগামীকাল শুরু

335

বাসস দেশ-৩৫
স্বাস্থ্য-সমাবেশ
৭২তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ আগামীকাল শুরু
ঢাকা, ১৯ মে , ২০১৯ (বাসস) : সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করার বাধাসমূহ অতিক্রম করার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে ৭২তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু হচ্ছে।
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইউএস ভবনে সম্মেলন উদ্বোধন করবেন সুইস প্রেসিডেন্ট উয়েলি মোরার।
আট দিনব্যাপী এ সম্মেলনে সাধারণ কমিটির প্রেসিডেন্ট, সহ-সভাপতি, প্রধান কমিটিগুলোর চেয়ারম্যান নির্বাচন ও সাধারণ কমিটি গঠন করা হবে।
ইভেন্টে এক্সিকিউটিভ বোর্ডের ১৪৩ ও ১৪৪তম সেশনের রিপোর্ট পেশ করা হবে।
বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে সাইড লাইনে এসডিজি, পুষ্টি, পুষ্টির আনুপাতিক হার বৃদ্ধির আলোচনা তুলে ধরবেন।
আট দিনের এ সমাবেশ পরিচালনার জন্য উদ্বোধনী সেশনে একটি কমিটি গঠিত হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর মহাপরিচালক ড. টেড্রোস আদহানম এতে মূল বক্তব্য প্রদান করবেন।
পরে অন্যান্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দেশের স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরবেন।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারক সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবে।
বাসস/ অনু-জেজেড/২০০০/এইচএন