বাসস দেশ-২৭ : ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য কর অবকাশ অপরিহার্য : বিডা প্রধান

153

বাসস দেশ-২৭
বিডা-কর-অবকাশ
ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য কর অবকাশ অপরিহার্য : বিডা প্রধান
ঢাকা, ১৯ মে, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেছেন, ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে কর অবকাশ সুবিধা দিচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটি (বিইজেডএ), বাংলাদেশ এক্সপোর্ট প্রোসেসিং জোন অথরিটি (বিইপিজেডএ), ও বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি(বিএইচটিপিএ)’র আওতায় সরকার বিভিন্ন শিল্পে বিশেষ করে শিল্পকারখানায় এই কর অবকাশ সুবিধা প্রদান করছে।
তিনি আজ নগরীর বিডা’র সদর দপ্তরে আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিডা প্রধানের সভাপতিত্বে আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কানন কুমার রায়সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
বিডা ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিইউআইএলডি) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
আমিনুল বলেন, সরকার ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি সম্বন্ধে সর্বদা সতর্ক রয়েছে। তিনি আরো বলেন, সরকার বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সব দিক বিবেচনায় সময়মত সিদ্ধান্ত নিয়েছে।
বাসস/অনু-এএএ/১৮৩০/আরজি