বাসস ক্রীড়া-৮ : ওয়ার্ডার ব্রেমেনের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়ালেন ৪০ বছর বয়সী পিজারো

159

বাসস ক্রীড়া-৮
ফুটবল-জর্মানি-বুন্দেসলীগা-পিজারো
ওয়ার্ডার ব্রেমেনের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়ালেন ৪০ বছর বয়সী পিজারো
বার্লিন, ১৯ মে ২০১৯ (বাসস/এএফপি) : ওয়ার্ডার ব্রেমেনের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছরের জন্য বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন পেরুর ৪০ বছর বয়সি স্ট্রাইকার ক্লদিও পিজারো। এর ফলে ইউরোপীয় পেশাদার ফুটবলে ২১টি মৌসুম কাটাতে যাচ্ছেন তিনি। শনিবার ক্লাবের পক্ষ থেকে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ফ্রাঙ্ক বাউম্যান বলেন, ‘আমরা ক্লদিওর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছি। কয়েকদিনের মধ্যেই নতুন চুক্তি স্বাক্ষরিত হবে।’
১৯৯৯ সালে প্রথম দফায় এই ক্লাবে যোগ দিয়েছিলেন পিজারো। চলতি মৌসুমের শুরুতে তিনি চতুর্থ দফায় প্রত্যাবর্তন করেন এই ক্লাবে। গত দুই দশক ধরে তিনি ক্যারিয়ারের বেশির ভাগ সময় পার করেছেন হয় ব্রেমেন নতুবা বায়ার্ন মিউনিখের হয়ে। ফুটবলের পেশাদার ক্যারিয়ারে সক্ষিপ্ত সময়ের জন্য চেলসি ও কোলনেও যোগ দিয়েছিলেন তিনি।
ব্রেমেন ও বায়ার্নের আইকন তারকা হিসেবে তিনি বুন্দেসলীগায় সর্বমোট ৪৭১টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ১৯৬টি। পিজারো বলেন, ‘আমি সব সময় বলে থাকি বয়স নয়, আমার শরীরই বলে দেবে আমি খেলা চালিয়ে যাব, নাকি থেমে যাব। এখন আমি ভাল বোধ করছি দেখেই ওয়ার্ডারের সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছি।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮০০/মোজা/স্বব