সবাই আন্তরিক হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব : দুদক চেয়ারম্যান

186

চাঁদপুর, ১৯ মে, ২০১৯ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সবাই আন্তরিক হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।
তিনি আজ সকালে চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান আরো বলেন, আমরা সবাই জানি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আর অর্থনৈতিক দেশ যত এগিয়ে যাবে, দুর্নীতিও পিছু নেবে। কারণ দুর্নীতি হচ্ছে উন্নয়নের ভাই-বোন। এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার সংজ্ঞা।
দুদক চেয়ারম্যান বলেন, আমাদের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু কতটা টেকসই হয়েছে তা কী বলতে পারি। যতটা উন্নয়ন হয়েছে সেটা ধরে রাখাই বড় উন্নয়ন।
তিনি বলেন, শতভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসে, এটা বড় ধরনের উন্নয়ন। যা বিশ্বের রোল মডেল। কিন্তু কতজন শিক্ষার্থী ঝড়ে পড়ল (ড্রপ আউট) হলো, ক্লাসে ঠিক মতো পড়ানো হয় কি না। তা মনিটরিং না হলে এ উন্নয়নের দাম নেই।