বাজিস-৬ : শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

138

বাজিস-৬
শেরপুর- ধান-চাল
শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
শেরপুর, ১৯ মে ২০১৯ (বাসস): জেলায় আজ সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
আজ রোববার দুপুরে শেরপুর সদর খাদ্যগুদামে এবারের বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে জেলায় ২৯ হাজার ৩৭৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল ২৭ হাজার ৯৩০ মেট্রিক টন ও আতপ চাল একহাজার ৪৪৩ মেট্রিক টন।এছাড়াও দুইহাজার ৯৭০ মেট্রিক টন ধান এবং ৮৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন ও জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিম।
খাদ্য সংগ্রহ কমিটির সদস্য, চালকল মালিকসহ স্থানীয় সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৪০/এমকে