মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

188

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ১৯ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : মালিতে জাতিসংঘর শান্তিরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। নাইজেরিয়ার এই নাগরিক মালিতে জাতিসংঘের স্থিতিশীল মিশনে দায়িত্ব পালন করছিলেন।
এক বিবৃতিতে বলা হয়, তিমবুকতুতে অজ্ঞাত ব্যক্তিদের সশস্ত্র হামলায় ওই ব্যক্তি প্রথমে আহত হন এবং পরে শনিবার প্রাণ হারান। একই হামলায় নাইজেরিয়ার অপর এক শান্তিরক্ষীও আহত হয়।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং একে যুদ্ধাপরাধের শামিল বলে বর্ণনা করেন।
এদিকে, শনিবার পৃথক ঘটনায় শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালনরত তিন কানাডীয় নাগরিক আহত হয়েছে। মালির কাইদাল এলাকার তিসালিতে তাদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হলে তারা আহত হয়।
বিপ্লবী ইসলামি মিলিশিয়ারা ২০১২ সালে মালির উত্তরাঞ্চল দখলে নিলে দেশটিতে জাতিসংঘের এমআইএনইউএসএমএ মিশন প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মালিতে ১৯০ শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছে।