বাসস দেশ-২৭ : ত্রিদেশীয় সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অভিনন্দন

301

বাসস দেশ-২৭
মন্ত্রী ও প্রতিমন্ত্রী-অভিনন্দন
ত্রিদেশীয় সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অভিনন্দন
ঢাকা, ১৮ মে, ২০১৯ (বাসস) : আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে প্রথম বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ক্রিকেট দলের গৌরবোজ্জ্বল বিজয়ে যেসব মন্ত্রী ও প্রতিমন্ত্রী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা হলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আজ বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,্ আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে পরাজিত করেছে। ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদে আশাবাদ ব্যক্ত করেন।
বাসস/তবি/এমএআর/২১১২/এসই