বাসস দেশ-২৪ : সাংবাদিকদের সন্তানদের শিক্ষায় কল্যাণ তহবিল থেকে অনুদান দেয়া হবে : জাফর ওয়াজেদ

333

বাসস দেশ-২৪
সাংবাদিক-সন্তান-অনুদান
সাংবাদিকদের সন্তানদের শিক্ষায় কল্যাণ তহবিল থেকে অনুদান দেয়া হবে : জাফর ওয়াজেদ
নারায়ণগঞ্জ, ১৮ মে ২০১৯ (বাসস) : প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, এখন থেকে চিকিৎসার পাশাপাশি সাংবাদিকদের সন্তানদের শিক্ষার জন্যও কল্যাণ তহবিল থেকে অনুদান দেয়া হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে যারা সাংবাদিকতা করেন তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে চাই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি সাংবাদিকদের কল্যাণের জন্য ৪০ কোটি টাকার একটি কল্যাণ তহবিল করে দিয়েছেন। এই তহবিলকে একশ কোটি টাকা করা হবে।
পিআইবি’র আয়োজনে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সহযোগিতায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় ৪১ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ, পিআইবির পরিচালক (প্রশাসন) জাকির হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারন সম্পাাদক শরীফ উদ্দিন সবুজ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/২০২৫/এসই