বাসস ক্রীড়া-১৫ : জরিমানার কবলে বার্সেলোনা-আয়াক্স-পোর্তো-টটেনহাম

166

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-জরিমানা
জরিমানার কবলে বার্সেলোনা-আয়াক্স-পোর্তো-টটেনহাম
মাদ্রিদ, ১৮ মে ২০১৯ (বাসস) : গত ১১ ডিসেম্বর টটেনহাম হটস্পারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচ ঠিক-ঠাকভাবে আয়োজন করতে ব্যর্থ হওয়ায় জরিমানার কবলে পড়লো স্পেনের ক্লাব বার্সেলোনা। উয়েফা শৃঙ্খলা কমিটি ২০ হাজার ইউরো জরিমানা করেছে বার্সাকে। উয়েফার নিয়ম নীতির ১১ (১) অনুচ্ছেদ অনুযায়ী যেটাকে ‘অপর্যাপ্ত ব্যবস্থাপনা’ বলে উল্লেখ করা হয়েছে।
একই অপরাধের জন্য শুধুমাত্র বার্সেলোনা নয়, জরিমানা করা হয়েছে ডাচ ক্লাব আয়াক্স, পোর্তো, টটেনহামকে। ১০ এপ্রিল জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টারফাইনালে ম্যাচে আয়াক্সের সমর্থকরা মাঠের ভেতর বোতলসহ বিভিন্ন জিনিস ছুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাই ৫২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে আয়াক্সকে।
এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে টটেনহামকে ১০ হাজার ইউরো ও তাদের কোচ মরিসিও পচেত্তিনোকে এক ম্যাচ নিষিদ্ধও করা হয়েছে। পাশাপাশি ৪৩ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে পর্তুগিজ কাব পোর্তোকেও।
বাসস/এএমটি/১৯২০/স্বব