বাসস ক্রীড়া-১৩ : বিশ্বকাপ-সামি বিশ্বকাপ: সামির উদ্ভট ভবিষ্যদ্বাণী

148

বাসস ক্রীড়া-১৩
বিশ্বকাপ-সামি
বিশ্বকাপ: সামির উদ্ভট ভবিষ্যদ্বাণী
ঢাকা, ১৮মে, ২০১৯ (বাসস) : আসন্ন বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই বাজি ধরছেন দলটির সাবেক অধিনায়ক ড্যারেন সামি। আয়ারল্যান্ডে গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের কাছে পাঁচ উইকেটে পরাজিত হওয়া ক্যারিবিয় দলটিকে ২০১৯ বিশ্বকাপের ফেবারিট হিসেবে বিবেচনা করছেন সামি।
২০১২ এবং ২০১৬ টি-২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেযা সাবেক এ অলরাউন্ডার বলেন ইতোমধ্যেই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেয়া ক্রিস গেইলের জন্য বিশ্বকাপ জিততে চাইবে দল।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ প্রিভিউ শোতে সামি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে। অবসরের পথে থাকা ‘ইউনিভার্স বস’ গেইল বড় কিছু নিয়ে বিদায় নেবেন। আমি এটাই মনে করছি।’
সামির এমন দাবী অনেকের কাছেই বিস্ময়কর । কেননা আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বর্তমানে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং বেশ কিছু দিন যাবত খুব ভাল ফর্মেও নেই দলটি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচের সবকটিতেই তারা হেরেছে বাংলাদেশের কাছে।
তবে তার এমন ভবিষ্যদ্বানীর পিছনে একটা অদ্ভুত যুক্তি দেখান সামি। নিজকে একজন পবিত্র বাইবেল বিশ্বাসী উল্লেখ করে সামি বলেন, বাইবেলে ৪০ সংখ্যাটি বার বার আসে এবং এ কারণেই তিনি মনে করনে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে।
সামি বলেন, ‘সর্বশেষ ৪০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতেছে। আমি একজন বাইবেলের মানুষ এবং পবিত্র এ গ্রন্থে ৪০ সংখ্যাটি বার বার আসে…আমি মনে করি এটা আমাদের সময় জেগে ওঠার।’
৪০ বছর আগে সর্বশেষ ১৯৭৯ সালে বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর থেকে এ মেগা ইভেন্টে তাদের সেরা সাফর‌্য ছিল ১৯৯৬ আসরের সেমিফাইনাল খেলা।
সামি বলেন ইংলিশ কন্ডিশনে কার্যকর ভূমিকা রাখার মত বোলার ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে।
তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের দলের ব্যাটিং লাইন আপটা খুবই ভাল। মূল কাজটা করতে হবে বোলারদের, যারা ইংলিশ কন্ডিশনে উইকেট নিতে পারবে এবং আমি মনে করি আমাদের সে বোলিং লাইন আপ আছে।’
নটিংহামের ট্রেন্ট ব্রিজে ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপ মিশন শুরু করেব ওয়েস্ট ইন্ডিজ।
বাসস/স্বব/১৮২৫/মোজা/এএমটি