কোপা আমেরিকা: ব্রাজিল দলে ‘ভুল’ করা নেইমার

191

রিও ডি জেনেরিও, ১৮মে, ২০১৯(বাসস/এএফপি): ফ্রান্সে একজন সমর্থকের সঙ্গে বিবাদে জড়িয়ে সুপারস্টার নেইমার ‘ভুল’ করেছেন বলে স্বীকার করেছেন ব্রাজিল ফুটবল দলের কোচ তিতে। তবে এ অপরাধে বিশ্বের সবচেয়ে দামী এ খেলোয়াড়কে তাকে কোপা আমেরিকা দলের বাইরে রাখা যাবে না।
চলতি মাসের শুরুর দিকে ফ্রেঞ্চ কাপ ফাইনালে রেনেসের কাছে পিএসজি’র হতাশাজনক পরাজয়ের পর নিজ ক্লাবের এক সমর্থকের সঙ্গে বিবাদে লিপ্ত হয়ায় তিন ম্যাচের জন্য নেইমার নিষিদ্ধ হন।
তবে এ নিষিদ্ধাদেশের কারণে আগামী মাসে নিজ মাঠে অনুষ্ঠেয় কোপা আমেরিকা খেলতে তার কোন সমস্যা হবে না।
দল ঘোষণাকালে তিতে বলেন, ‘সে (নেইমার) একটা ভুল করেছে। তবে সামনা সামনি আমি তার সঙ্গে কথা বলতে চাই।
ইনজুরিতে থাকা ডিফেন্ডার থিয়াগো সিলভাও দলে জায়গা পেয়েছেন।
গত মাসের মাঝামাঝি সময় থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন পিএসজি’র ৩৪ বছর বয়সী সিলভা। তবে ব্রাজিল দলের ফিজিও ফ্যাবিও মাসেরদিয়ান জানিয়েছেন ২৮মে’র মধ্যে ভাল অবস্থায় থাকবেন এ সাবেক অধিনায়ক।
তবে দলে জায়গা হয়নি গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগে আয়াক্সের বিপক্ষে টটেনহাম হটস্পায়ারে হয়ে হ্যাটট্রিক করা লুকাস মউরা ও তরুণ তারকা ভিনিসিউস জুনিয়রের।
ইংলিশ লিগে ভাল করায় ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন এভারটন উইঙ্গার রিচারলিসন।
বাদ পড়াদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যদের মধ্যে একজন হলেন লিভারপুলের ফ্যাবিনহো।
আাগমী ১৪ জুন শুরু হতে যাওযা কোপা আমেরিকার আগে কাতার ও হন্ডুরাসের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
কোপা আমেরিকায় আট বারের চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বে বলিভিয়া, ভেনেজুয়েলা এবং পেরুর মোকাবেলা করবে।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, এডারসন, ক্যাসিও।
রক্ষণ ভাগ: হানি আলভেস, ফগনার, এ্যালেক্স সান্দ্রো, ফিলিপে লুইস, থিয়াগো সিলভা, মারকুইনহোস, মিরান্ডাম এডার মিলিতাও।
মধ্যমাঠ: কাসেমিরো, ফার্নানদিনহো, আর্থার, এ্যালান।
আক্রমন ভাগ: লুকাস পাকুয়েতা, ফিলিপ কুটিনহো, নেইমার, এভারটন, ডেভিড নেরেস, রিচারলিসন, রবার্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস।