মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহতাব উদ্দিন আর নেই

198

রাজশাহী, ১৮ মে, ২০১৯ (বাসস) : বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক মাহতাব উদ্দিন আজ সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সিক্ষ রেখে গেছেন।
পরিবারিক সূত্র জানায়, মাহতাব উদ্দিন দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ছেলের ধানমন্ডির বাসায় আজ সকালে তিনি বুকে ব্যাথা অনুভব করেন এবং সকাল পৌনে ৮টার দিকে ইন্তেকাল করেন।
মুক্তিযুদ্ধে তিনি বিভিন্ন গ্রুপ ও গেরিলা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধের পর তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা এবং দরিদ্র মুক্তিযোদ্ধাদের সহায়তায় আত্মনিয়োগ করেন।
সাংবাদিক মাহতাম উদ্দিন ’৯০ এর দশকে তিনি সাপ্তাহিক ‘গণখবর’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এখানে তিনি মুক্তিযুদ্ধে নায়কদের অসাধারণ গল্প প্রকাশ করেন। তিনি মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের উপর গবেষণা পত্র এবং বই লেখেন।
সাম্প্রতিক সময়ে রাজশাহী শহরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেন তিনি ।
সম্প্রতি স্থানীয় দৈনিক লাল গোলাপের সম্পাদক হিসেবে মাহতাব উদ্দিন দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি।