বাসস প্রধানমন্ত্রী-১ : টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

154

বাসস প্রধানমন্ত্রী-১
শেখ হাসিনা-টাইগার-অভিনন্দন
টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ১৮ মে, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানান।
গতকাল শুক্রবার ডাবলিনের মালাহিদে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে পরাজিত করে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয় করে।
শুক্রবার এক বার্তায় ক্রিকেট প্রেমী শেখ হাসিনা বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ, ক্রিকেট বোর্ডেও সকল কর্মকর্তাদের আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয় করায় অভিনন্দন জানায়।
তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্প্রিট ও অভূতপূর্ব নৈপুণ্যে সমগ্র জাতি গর্বিত’।
শেখ হাসিনা আরো বলেন, বর্তমান সরকারের খেলাধুলায় অব্যাহত সমর্থন ও পৃষ্ঠপোষকতার কারণে এই জয় অর্জিত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।
বাসস/এসএইচ/অনু-আসচৌ/১৬৩৫/মোজা/-আসচৌ