বাসস রাষ্ট্রপতি-১ : জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

162

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি-অভিনন্দন-ক্রিকেট
জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
ঢাকা, ১৮ মে, ২০১৯ (বাসস ডেস্ক): রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আয়ারল্যান্ডে ত্রিদেশীয়-সিরিজ ট্রফি জয়লাভ করায় আজ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি ১১ দিনের সফরে রয়েছেন।
টাইগাররা ত্রিদেশীয় ও বহু-জাতিক টুর্নামেন্টে এই প্রথম ট্রফি জিতলো। শুক্রবার ডাবলিনের মালাহিদে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে পরাজিত করে তারা এ ট্রফি ছিনিয়ে নেয়।
আজ সকালে (বিএসটি) দেয়া এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘এই অসাধারণ সফলতায় পুরো জাতি গর্বিত। এই বিজয় ক্রিকেট খেলার প্রতি আরো আস্থা বাড়াতে সহায়তা করবে।’
তিনি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় স্পৃহা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমি প্রত্যাশা করি যে, জাতীয় ক্রিকেট দল আসন্ন বিশ্ব কাপে ভাল ক্রিকেট খেলবে।’
বাসস/এমএজেড/১৪১০/আরজি