চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করায় ২০ বছরের সাজা সিআইএ’র সদস্যের

295

ওয়াশিংটন, ১৮ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : সিআইএ’র সাবেক এক কর্মকর্তাকে শুক্রবার ২০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তাকে এ সাজা দেয়া হয়। আদালতের রায়ে মার্কিন গোয়েন্দা সংস্থার ক্ষেত্রে এ ধরনের কাজকে একটি ‘ভীতিকর প্রবণতার’ অংশ হিসেবে অভিহিত করা হয়। খবর এএফপি’র।
২০১৭ সালের মার্চ ও এপ্রিলে সাংহাই সফরকালে ২৫ হাজার ডলারের বিনিময়ে চীনের গোয়েন্দা সংস্থার এক এজেন্টের কাছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর গোপন তথ্য বিক্রির দায়ে গুপ্তবৃত্তি আইনের আওতায় ৬২ বছর বয়সী কেভিন মালোরিকে দোষী সাব্যস্ত করা হয়।
২০১৭ সালের ৫ মে পাঠানো এক বার্তায় তিনি চীনা এজেন্টকে বলেন, ‘তথ্য হাতে পাওয়া হচ্ছে আপনার বিষয় এবং অর্থ হাতে পাওয়া হচ্ছে আমার বিষয়।’