বাসস ক্রীড়া-৩ : বাংলাদেশের পক্ষে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন মোসাদ্দেক

172

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-ত্রিদেশীয় সিরিজ
বাংলাদেশের পক্ষে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন মোসাদ্দেক
ডাবলিন, ১৮ মে ২০১৯ (বাসস) : ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডান-হাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। গতরাতে আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। যার মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডের মালিক হন মোসাদ্দেক। এতে ভেঙ্গে যায় বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাকের দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড।
২০০৫ সালে নটিংহামের ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। আর ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বলেই হাফ-সেঞ্চুরি করেছিলেন রাজ্জাক। অ্যাশ-রাজ্জাকের রেকর্ডটি এবার ভেঙ্গে ফেললেন মোসাদ্দেক।
গতরাতে রেকর্ড গড়া ইনিংসে ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন মোসাদ্দেক। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় মাশরাফির দল। মোসাদ্দেকের পাশাপাশি দলের জয়ে অবদান রাখেন ওপেনার সৌম্য সরকারও। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৬৬ রান করেন সৌম্য।
বাসস/এএমটি/১১১৫/স্বব