বাসস ক্রীড়া-১৫ : বিদায়ী ম্যাচে সেরা একাদশে থাকছেন না রোবেন ও রিবেরি

229

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-জার্মানি-বুন্দেসলিগা-বিদায়ী
বিদায়ী ম্যাচে সেরা একাদশে থাকছেন না রোবেন ও রিবেরি
বার্লিন, ১৭ মে ২০১৯ (বাসস/এএফপি) : আগামীকাল বুন্দেসলীগায় শেষ ম্যাচে এইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে অংশ নিবে বায়ার্ন মিউনিখ। বিদায়ী এ ম্যাচে একাদশে না, সাইটবেঞ্চেই এরিয়েন রোবেন ও ফ্রাঙ্ক রিবেরিকে রাখার ইঙ্গিত দিয়েছেন কোচ নিকো কোভাক।
টানা সপ্তমবারের মত বুন্দেসলীগার শিরোপা নিশ্চিত করার জন্য ওই ম্যাচে হার এড়াতে পারলেই চলবে বায়ার্ন মিউনিখের। তবে কোচের মতে ওই ম্যাচে রোবেন ও রিবেরি খেললে একটা আবেগময় পরিবেশ সৃষ্টি হতে পারে। যে কারণে তাদেরকে মুল একাদশের বাইর রাখা হবে।
কোভাক বলেন, ‘একজন কোচ হিসেবে আপনাকে সব সময় কোচিংকে একদিকে রাখতে হবে। অন্যদিকে রাখতে হবে মানবিকতাকে।’
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোবেন আলিয়াঞ্জ এ্যারেনায় সমাপনী ম্যাচে বায়ার্নের সেরা একাদশের হয়ে মাঠে নামার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ সময় তিনি কৌতুকের সুরে বলেছিলেন, পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেলে তিনি দুটি গোল করে দেখাবেন।
কোভাক বলেন, তিনি ইতোমধ্যে দু’জনের সঙ্গে কথা বলেছেন এবং শনিবারের শেষ এই ম্যাচে তাদের ভূমিকাটি কি হবে সেটিও বুঝিয়ে দিয়েছেন। তবে তাদেরকে মুল একাদশে রাখার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তিনি।
বাসস/এএফপি/এমএইচসি/১৮০৮/স্বব