আন্তর্জাতিক জাদুঘর দিবস আগামীকাল

224

ঢাকা, ১৭ মে, ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক জাদুঘর দিবস আগামীকাল শনিবার। সারাবিশ্বের মতো বাংলাদেশেও ১৮ মে দিবসটি নানা অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে পালিত হবে। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জাদুঘর বহু-সংস্কৃতির মিলন কেন্দ্র : ঐতিহ্যের ভবিষ্যৎ’।
দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাদুঘরের একজন কর্মকর্তা শিহাব শাহরিয়ার বাসস’কে জানান, অন্যান্য বারের মতো এবারও দিবসটি পালনের জন্য আগামীকাল সকাল থেকে বিকেল পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান , জাতীয় জাদুঘরের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ র‌্যালি উদ্বোধন করবেন। সকাল এগারটায় ‘নলিনীকান্ত ভট্টশালী ’শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. এ কে এম শাহনেওয়াজ। সভাপতিত্ব করবেন জাতীয় জাদুঘরের চেয়ারম্যান শিল্পী হাসেম খান। পরে প্রতিমন্ত্রী জাদুঘরে সংস্কার করা ২৩ নম্বর গ্যালারিও উদ্বোধন করবেন।
এ ছাড়াও জাতীয় জাদুঘরের উদ্যোগে দিবসটি উপলক্ষে শিশুদের জন্য আয়োজিত ‘আমার দেখা জাদুঘর’ শীর্ষক রচনা প্রতিযোতিার পুরস্কার বিতরণ এবং জাদুঘরের পত্রিকা ‘ত্রৈমাসিক জাদুঘর সমাচার ’এর মোড়ক উন্মোচন করা হবে।
অন্যদিকে দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আজ শুক্রবার সকালে জাদুঘর মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে উদয়ন একাডেমি ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।