বাসস ক্রীড়া-৭ : সাকিবকে ছাড়া ফাইনালে টস জিতে ফিল্ডিং-এ বাংলাদেশ

128

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ত্রিদেশীয় সিরিজ
সাকিবকে ছাড়া ফাইনালে টস জিতে ফিল্ডিং-এ বাংলাদেশ
ডাবলিন, ১৭ মে ২০১৯ (বাসস) : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারছেন না বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
লিগ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়ে ফাইনাল ম্যাচ থেকে ছিটকে পড়েন সাকিব। আগের ম্যাচে খেলা রুবেল হোসেন, আবু জায়েদ ও লিটন দাস ফাইনালের একাদশে সুযোগ পাননি।
লিগে পর্বের দুই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলো বাংলাদেশ। প্রথম পর্বে ৮ উইকেটে ও দ্বিতীয় পর্বে ৫ উইকেটে জয় পেয়েছিলো মাশরাফির দল।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জেসন হোল্ডার (অধিনায়ক), শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও রেমন্ড রেইফার।
বাসস/এএমটি/১৫৫৩/স্বব