চীনা কোম্পানির বাংলাদেশের লজিস্টিক খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ

390

ঢাকা, ১৬ মে, ২০১৯ (বাসস) : ইউনান-ভিত্তিক চীনের কোম্পানী, ইউনান বোসান হেনজি ইন্ডাস্ট্রি গ্রুপ দেশের লজিস্টিক খাতে বিনিয়োগ প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলামের দপ্তরে অনুষ্ঠিত চাইনিজ ওই কোম্পানির চেয়ারম্যান দুয়ান জেকুই-এর নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিনিধি দলের এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করা হয়।
দুয়ান জেকুই বলেন, বাংলাদেশ চীনের অত্যন্ত ভালো বন্ধু এবং সম্প্রতি দেশটির যোগাযোগ, অবকাঠামো তথ্য প্রযুক্তিসহ বিভিন্নখাতে উন্নয়নের ফলে এখানে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
দুয়ার জেকুই জানান, ইউনান বোসান হেনজি ইন্ডাষ্ট্রি গ্রুপ ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানীটি খনি, আবাসন, পানি- বিদ্যুৎ, আর্থিক ও ব্যাংকিং, লজিস্টিক, পরিবেশ-বান্ধব কৃষি, স্বাস্থ্য সেবা ও স্মার্ট সিটিসহ সর্বমোট আটটি খাতে বিনিয়োগ করছে।
সভায় আমিনুল ইসলাম বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ায় লজিস্টিক খাতে বিনিয়োগ অত্যাবশ্যক।
তিনি বলেন বিনিয়োগ-বান্ধব সরকার ও স্বল্প শ্রম ব্যয় দেশটিকে একটি বিনিয়োগ কেন্দ্রে পরিণত করেছে।