বাসস দেশ-২৯ : প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের বিষয়ে প্রতিবেদন প্রকাশে বাসস-দৈনিক সোনার দেশ সমঝোতা স্মারক স্বাক্ষর

161

বাসস দেশ-২৯
বাসস-সমঝোতা-স্বাক্ষর
প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের বিষয়ে প্রতিবেদন প্রকাশে বাসস-দৈনিক সোনার দেশ সমঝোতা স্মারক স্বাক্ষর
রাজশাহী, ১৬ মে, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের প্রতিবেদন প্রকাশের জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সঙ্গে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং দৈনিক সোনার দেশের সম্পাদক আকবরুল হাসান মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
রাজশাহী মহানগর প্রেসক্লাবে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে এ সময় বাসস এর বিশেষ সংবাদদাতা ও প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মাহফুজা জেসমিন বাসসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পারভেজ রায়হান এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন কার্যকর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করেছে।
বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটি উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রীর দশটি উদ্যোগ তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
এরআগে, দৈনিক সোনার দেশের সম্পাদক ও প্রতিবেদকদের সঙ্গে প্রধানমন্ত্রীর দশটি উদ্যোগের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বাসসের রাজশাহী ব্যুরো প্রধান ড. আয়নাল হক এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।
সভায় মাহাফুজা জেসমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধরেন।
বাসস/এএইচ/এসই/১৯১৫/আরজি