বাসস দেশ-২৪ : রাজধানীতে ট্রাফিক অভিযানে প্রায় ৩১ লাখ টাকা জরিমানা : ৬ হাজার ৭ শ’র অধিক মামলা

137

বাসস দেশ-২৪
অভিযান-জরিমানা
রাজধানীতে ট্রাফিক অভিযানে প্রায় ৩১ লাখ টাকা জরিমানা : ৬ হাজার ৭ শ’র অধিক মামলা
ঢাকা, ১৬ মে, ২০১৯ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ লাখ ৯৭ হাজার ৭ শ’ ২০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৬ হাজার ৭৯৫টি মামলা, ৪৮টি গাড়ি ডাম্পিং ও ৭৪৩টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপি’ সূত্রে এসব তথ্য জানাযায়।
ডিএমপি সূত্র আরো জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১১৯ টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১ হাজার ৬১৩টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৬৭৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬৯ টি মোটর সাইকেল আটক করা হয়।
সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩০টি মামলা করা হয়।
বুধবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করেছে বলে জানান তিনি।
বাসস/সবি/এমএমবি/১৭৪০/এসই