বাসস দেশ-২১ : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত

140

বাসস দেশ-২১
নিয়োগ পরীক্ষা -স্থগিত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত
ঢাকা, ১৬ মে ২০১৯ (বাসস): আগামীকাল ১৭ মে শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পদে অনুষ্ঠেয় নিয়োগ (লিখিত) পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ক্যাশ সরকার এবং অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা আগামীকাল বেলা ২টায় রাজধানীর মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার সময়সূচি নির্ধারিত ছিল।
পরবর্তীতে সংবাদপত্র এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (িি.িসড়ষব.মড়া.নফ) মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাসস/সবি/এমএমবি/১৭৩৫/আরজি