বাসস বিদেশ-৬ : ইয়েমেনের রাজধানীতে বিমান হামলা

150

বাসস বিদেশ-৬
ইয়েমেন-সংঘাত
ইয়েমেনের রাজধানীতে বিমান হামলা
সানা, ১৬ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : ইয়েমেনে বিদ্রোহীদের দখলকৃত রাজধানী সানায় বৃহস্পতিবার বিমান হামলা চালানো হয়েছে। বিদ্রোহী ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
বিদ্রোহীরা পার্শ্ববর্তী সৌদি আরবে ড্রোন হামলা চালিয়ে একটি প্রধান তেলের লাইন বন্ধ করে দেয়ার দাবি জানানোর দুই দিন পর এ হামলা চালানো হলো। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি সানায় একটি প্রচ- বিস্ফোরণের আওয়াজ শুনতে পান।
বিদ্রোহীদের আল-মাসিরাহ টেলিভিশন এই ঘটনার জন্য ‘সৌদি নেতৃত্বাধীন বিমানের আগ্রাসনকে’ দায়ি করেছে।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ চালাচ্ছে। তারা প্রায়ই ইয়েমেনে বিমান হামলা চালায়।
বাসস/কেএআর/১৪৫৫/জুনা