বাসস ক্রীড়া-১১ : মন্থর বোলিং : চতুর্থ ম্যাচে নিষিদ্ধ মরগান

213

বাসস ক্রীড়া-১১
মরগান-নিষিদ্ধ
মন্থর বোলিং : চতুর্থ ম্যাচে নিষিদ্ধ মরগান
ব্রিস্টল, ১৫মে, ২০১৯ (বাসস/এএফপি) : পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ওয়ানডেতে ধীর গতির বোলিংয়ের অপরাধে ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগানকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে কারণে চতুর্থ ম্যাচে নতুন অধিনায়কের অধীনে মাঠে নামতে হবে স্বাগতিক ইংল্যান্ডকে।
মঙ্গলবার ব্রিস্টলে ছয় উইকেটে জয় পাওয়া ম্যাচে ইংলিশ বোলাররা নির্ধারিত ৫০ ওভার শেষ করতে প্রায় চার ঘন্টা সময় নেন।
নির্ধারিত সময় দুই ওভার কম বোলিং করার অপরাধে অধিনায়ক হিসেবে মরগানের ম্যাচ ফি’র ৪০ এবং দলের অন্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই অপরাধ করার পর সর্বশেষ ঘটনায় অর্থাৎ এক বছরের মধ্যে দ্বিতীয়বার মন্থর বোলিং করায় আইসিসি নিয়মানুযায়ী মরগানকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।
আইসিসির দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘এই নিষেধাজ্ঞার ফলে আগামী শুক্রবার নটি্যংামে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ম্যাচে খেলতে পারবেন না মরগান।’
বাসস/এএফপি/স্বব/১৮১০/নীহা