বাসস দেশ-২০ : জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের পরলোক গমন

228

বাসস দেশ-২০
রায় রমেশ-মৃত্যু
জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের পরলোক গমন
ঢাকা, ১৫ মে, ২০১৯ (বাসস) : জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা রায় রমেশ চন্দ্র আজ বুধবার ভোরে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন।
তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত রায় রমেশের মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী স্ত্রী ও কন্যা দেশে ফেরার পর তার মরদেহ দাহ্য করা হবে বলে তার পরিবারের সূত্রে জানা গেছে।
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) গভনিং বডির সাবেক সদস্য রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় শ্রমিক লীগ।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এক শোক বিবৃতিতে আজ এ শোক প্রকাশ করেন।
বাসস/সবি/এমএএস/১৭৫৫/কেজিএ