বাসস দেশ-১৩ : সাংবাদিক ও কলামিষ্ট সাদেক খানের ৩য় মৃত্যুবার্ষিকী আগামীকাল

159

বাসস দেশ-১৩
সাদেক খান-মৃত্যুবার্ষিকী
সাংবাদিক ও কলামিষ্ট সাদেক খানের ৩য় মৃত্যুবার্ষিকী আগামীকাল
ঢাকা , ১৫ মে , ২০১৯ ( বাসস ) : বিশিষ্ট সাংবাদিক সাদেক খান-এর ৩য় মৃত্যুবার্ষিকী আগামীকাল । তিনি ২০১৭ সালের এই দিনে তার বারিধারাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
সাদেক খান ২১ জুন ১৯৩২ সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে বাংলায় প্রামাণ্য চলচ্চিত্র ‘নদী ও নারী’ প্রযোজনা ও পরিচালনা করেন যা এখনও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত।
২০০২ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক লাভ করেন। হলিডে’র কন্ট্রিবিউটিং এডিটর ছাড়াও তিনি অন্যান্য পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন।
তিনি পাকিস্তান ন্যাশনাল এসেম্বলি স্পিকার মরহুম বিচারপতি আব্দুল জব্বার খান এর বড় সন্তান। কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক এনায়েতুল্লাহ খান, রাজনীতিক রাশেদ খান মেনন এমপি, মুক্তিযোদ্ধা ব্যবসায়ী শহীদুল্লাহ খান তার ভাই ও বোন রাজনীতিবিদসেলিমা রহমান ।
বাসস/সবি/কেসি/১৬৫০/-আসচৌ