পবিত্র লাইলাতুল কদর পালন উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল

286

ঢাকা, ১২ জুন, ২০১৮ (বাসস) : পবিত্র লাইলাতুল ক্বদর উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র লাইলাতুল ক্বদরের গুরুত্ব ও তাৎপর্য’ শিরোনামে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
বায়তুল মামুর জামে মসজিদ- এর খতিব ড. মাওলানা আবদুল মুকিত আল আজহারী পবিত্র লাইলাতুল ক্বদরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এছাড়া আজ দিবাগত রাতে তারাবীহ নামাযের পর রাত ১০টা ৪৫ মিনিটে ‘পবিত্র লাইলাতুল ক্বদরের ফজিলত ও করণীয়’ শিরোনামে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান পবিত্র লাইলাতুল ক্বদরের ফজিলত ও করণীয় বিষয় নিয়ে বক্তব্য রাখবেন।