বাসস ক্রীড়া-৪ : রোবেন, রিবেরির পর এবার রাফিনহার বায়ার্ন ছাড়ার ঘোষণা

224

বাসস ক্রীড়া-৪
ফুটবল-রাফিনহা
রোবেন, রিবেরির পর এবার রাফিনহার বায়ার্ন ছাড়ার ঘোষণা
বার্লিন, ১৫ মে ২০১৯ (বাসস) : মৌসুমের শেষে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দিয়েছেন ফুল-ব্যাক রাফিনহা।
২০১১ সালে জেনোয়া থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। প্রথম থেকেই তিনি নিজেকে বেভারিয়ান্সদের মূল একাদশে অপরিহার্য্য করে তুলেছিলেন। এবারের মৌসুমে অবশ্য কোচ নিকো কোভাচের অধীনে তার সুযোগ খুব একটা হয়নি। বুন্দেসলিগায় এবার তিনি মাত্র ৯টি ম্যাচে মূল একাদশে খেলেছেন।
২০১৯-২০ মৌসুমকে সামনে রেখে আগেই আলিয়াঁজ এরিনা ছাড়ার ঘোষনা দিয়েছিলেন দলের দুই অভিজ্ঞ উইঙ্গার আরিয়েন রোবেন ও ফ্র্যাংক রিবেরি। এক সংবাদ সম্মেলনে রাফিনহা বলেছেন, ‘আট বছর দুর্দান্ত কেটেছে। এখানকার প্রতিটি মুহূর্ত আমি বেশ উপভোগ করেছি। বিশেষ করে ২০১৩ সালের ট্রেবল জয় স্মরণীয় হয়ে থাকবে।’
আগামী শনিবার এইনট্র্যাক্ট ফ্র্যাংকফুর্টের বিপক্ষে ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচ দিয়েই বায়ার্নকে বিদায় জানাতে যাচ্ছেন রাফিনহা। ম্যাচটিতে তিনি প্রথম থেকেই খেলার আশা করছেন। শিরোপা ধরে রাখার মিশনে কোভাচের সাবেক ক্লাব ফ্র্যাংকফুর্টকে শেষ ম্যাচে হারানোর বিকল্প নেই।
বাসস/নীহা/১৫০০/মোজা/স্বব